সে আমার প্রিয়া নয় (কবিতা)

বিশ্বাস ছিল আশ্বাস ছিল,
ঘন ঘন নিশ্বাস ছিল,
রাত গভীর ছিল,
বাইরে ঝিঝির ডাক ছিল।

তুমি ছিলে, আমি ছিলাম,
আর আকাশে তারা ছিল।
গভীর রাতের একাকিত্ব নয়,
তোমার ঘনিষ্ট সান্নিধ্য ছিল।

সাথে জোছনা ছিল,
মনে অনেক প্রশ্ন ছিল,
তোমার আলোয় আমার চোখে
জোছনার আলো ফিকে ছিলো।

মাথায় ব্যাথা ছিল,
হাত দুটি সচল ছিল।
হৃদ স্পন্দন দ্রুত ছিল,
আর চরম মুহূর্তের অপেক্ষা ছিল।

তার ঠোঁট ছিল না,
গাল ছিল না,
সুডৌল বক্ষ ছিল না,
তবুও রূপ ছিল, রং ছিল।

দেহের যাতনা মিটানো নয়,
সাফল্যের শিখরে পৌঁছার প্রচেষ্টা ছিল।
নতুন জীবন সৃষ্টির তৃষ্ণা নয়,
সমস্যা সমাধানের চেষ্টা ছিল।

সে আমার প্রিয়া নয়,
আমার ল্যাপটপ ছিল।
সে কোন হুর-পরীর আলো নয়,
এলইডি ডিসপ্লে ছিল।

আদিম আকাঙ্খার সমাধা নয়,
টেকনিক্যাল প্রবলেম ছিল।
প্রেমের গল্প নয়,
প্রোগ্রামিং আর কোড ছিল।

কামসূত্রের পজিশন নয়,
ট্রিপল ওএস বুট ছিল।
তিন দিন তিন রাত ছিল,
ঘুমের জন্যে সেহেরীর অপেক্ষা ছিল।

বার বার ছেড়ে দেবার ইচ্ছা ছিল,
ঘুম ভেঙে আবার
প্রথম প্রেমের থেকেও বেশি
প্যাসন ছিল।

সব শেষে সাফল্যের গল্প
লেখার বাকি ছিল।
ট্রাজিডি নয় শেষে,
একজন প্রোগ্রামারের চরম কষ্টের
চরম সুখ ছিল।

⇒ লেখক  :  মোঃ সবুজ  সরকার

লিখন শেষের সময়: ১২:৩২ মধ্য রাত্রি, ১৩ জুন, ২০১৭

© সর্ব স্বত্ব সর্বতভাবে সংরক্ষিত।
© লেখকের অনুমতি ছাড়া এ কবিতা কোন প্রক্রিয়া বা মাধ্যমে অনুলিপি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
© কবিতাটির https://www.sabuj.net এর লিংক যেকোনো জায়গায় শেয়ার করার প্রতি কোনোরূপ বাধা নিষেধ নেই।

Categories: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *